শিরোনাম

বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো সেই নাভিদকে ফিরিয়ে আনছে বিসিবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল কোচ নাভিদ নেওয়াজকে আবারও ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার নেতৃত্বে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিতেছিল আকবর আলির দল। এবার তাকে পুনরায় অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ১ জুলাই থেকে দুই বছরের জন্য নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এর আগেও তিনি দুবার দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর ২০২০ সালে বিশ্বকাপ জেতান। পরবর্তীতে আরও দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিবি।

এরপর শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দিতে বাংলাদেশ ছেড়ে যান নাভিদ নেওয়াজ। এ বছরের মার্চের বাংলাদেশ সফর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এখন আবার তিনি বিসিবির সঙ্গে কাজ করতে ফিরেছেন।

তবে এবার তার সঙ্গে একটি বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে। বিসিবি গেম ডেভেলপমেন্টের অধীনে বয়সভিত্তিক দলগুলোতে ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি।

শ্রীলঙ্কার কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার বাংলাদেশ সফরে আসা হয়েছে নাভিদ নেওয়াজের। যে শিষ্যদের তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন, তাদের প্রতিপক্ষ হিসেবেও কাজ করেছেন বাংলাদেশের মাটিতে। এক বাংলাদেশ সফরে নাভিদ বলেছিলেন, “ফিরতে পেরে ভালো লাগছে। বাংলাদেশে চার বছর খুব উপভোগ করেছি। দারুণ সময় ছিল। আমার মনে হয় আমার চার বছরে বাংলাদেশকে কিছু দিতে পেরেছি, সুবিচার করতে পেরেছি।”

নাভিদ নেওয়াজের বয়স ৫০ বছর এবং তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। তার রয়েছে ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৯৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

নাভিদের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৩ সাল পর্যন্ত। তবে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রস্তাব পেয়ে তিনি সেই চুক্তি ভঙ্গ করে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যান। সেই সময়ে তাকে নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। তবে নাভিদ যাওয়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পরপর দুটি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয়। সর্বশেষ স্টুয়ার্ট ল এর অধীনে একটি বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলে যুবা দল। এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপে ভরাডুবি হয়।

নাভিদ নেওয়াজের সঙ্গে বিসিবির এবারের চুক্তি বড় কোনো সাফল্য এনে দেয় কিনা, তা-ই এখন দেখার বিষয়।

  • ঊষারবাণী
  • কোচ নাভিদ নেওয়াজ
  • বাংলাদেশ ক্রিকেট
  • বিসিবি
  •