শিরোনাম

বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে পাকিস্তানেও

বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রভাব যেন পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে। সরকার পতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান, সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছে শিক্ষার্থীরা। প্রশ্ন উঠছে, পাকিস্তানও কি বাংলাদেশের পথে হাঁটছে?

পাকিস্তানি গণমাধ্যমের দাবি, বাংলাদেশের ছাত্র আন্দোলন দেশটির শিক্ষার্থীদের ওপর গভীর প্রভাব ফেলেছে। বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের ছাত্ররাও তাদের বিক্ষোভে জড়ো হচ্ছে।

পাকিস্তানের রাজপথে বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বাংলায় লেখা নানা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাস্তাঘাট। শুধু তাই নয়, পাকিস্তানের রাস্তায় লাল-সবুজের পতাকাও বিক্রি হচ্ছে, যা ছাত্র জনতা পাকিস্তানি পতাকার সঙ্গে মিছিলের অংশ হিসেবে ব্যবহার করছে।

অন্যদিকে, আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, এই আন্দোলনকারীরা মুসলিম নয়।

গত শুক্রবার পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই-এর ছাত্র শাখা আইএসএফ দেশের সংবিধান পুনরুদ্ধার ও ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার আহ্বান জানিয়ে আন্দোলনে নেমেছে। তারা ৩০ আগস্টের মধ্যে ইমরান খানের মুক্তির আল্টিমেটাম দিয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •