টানা দুই বিশ্বকাপে দুর্বল পারফরম্যান্স, দলের ভেতরে-বাইরে অস্থিরতা, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্রমাগত ব্যর্থতার কারণে বাংলাদেশের ক্রিকেট সম্প্রতি সমস্যায় পড়েছে। এসব পরিস্থিতিতে কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রতি চাপ বেড়েছে। দেশের ক্রিকেটের এই পদে পরিবর্তনের দাবি উঠছে অনেকের পক্ষ থেকে।
চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যত নিয়ে আলোচনার মধ্যে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তার বক্তব্য দিয়েছেন। গণমাধ্যমের সামনে গতকাল তিনি বলেন, “কোচ পরিবর্তন হবে কিনা, তা বোর্ডের সিদ্ধান্তে নির্ভর করে। বর্তমানে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কোচ এবং অধিনায়ক নির্বাচন বোর্ডের আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়।”
স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে নিয়ে এখনও কিছু জটিলতা বিদ্যমান। যদিও আসন্ন পাকিস্তান সিরিজে টাইগাররা কিংবদন্তি এই লেগ স্পিনারকে পাবে, তবে “মুশতাক পাকিস্তান সিরিজের জন্য উপলব্ধ থাকবে। আমরা তাকে সিরিজে পাব। তবে সামনে তার নিজস্ব কিছু কর্মসূচি থাকায় পরবর্তী সিরিজগুলোতে তার উপস্থিতি নিশ্চিত নয়। ডিসেম্বর পর্যন্ত তার ব্যস্ততা রয়েছে,” জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানুয়ারি থেকে আমরা দীর্ঘমেয়াদি চুক্তির সম্ভাবনা নিয়ে চেষ্টা করব, তবে এ মুহূর্তে কিছু নিশ্চিত বলা সম্ভব নয়। তবে বর্তমানে তার কাছ থেকে ইতিবাচক সঙ্কেত পাচ্ছি। আলাপ-আলোচনার পর পরিস্থিতি পরিষ্কার হবে, যোগ করেন জালাল ইউনুস।