সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ লড়াই মানেই আকাশচুম্বী উন্মাদনা। এবারও আসন্ন বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে দুই দল মুখোমুখি হবে ১ জুন, যা নিয়ে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। ভারতের জন্য এটি একমাত্র প্রস্তুতি ম্যাচ। তবে সেই ম্যাচে দলের সেরা ব্যাটার বিরাট কোহলি ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার খেলা অনিশ্চিত। কিন্তু কেন বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে তারা খেলবেন না?
আইপিএলের জমজমাট আসরের পর্দা নামার অপেক্ষায়। আর যাদের আইপিএল আগেভাগে শেষ হয়েছে, তাদের নিয়েই ভারতের বিশ্বকাপ দলের প্রথম বহর শনিবার দেশ ছেড়েছে। তবে সেই ফ্লাইটে ছিলেন না কোহলি ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, কোহলি ও হার্দিক ৩০ মে যুক্তরাষ্ট্রে যাবেন। এর একদিন পরেই বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ। তবে এই হাই ভোল্টেজ ম্যাচে কোহলি ও হার্দিকের খেলার সম্ভাবনা নেই।
মূলত রোহিত শর্মার দল ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোহলি ও হার্দিকের বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, কোহলির ভিসা সংক্রান্ত কিছু কাজ এখনও বাকি আছে। অন্যদিকে, সহ-অধিনায়ক হার্দিক আইপিএল শেষ করে লন্ডনে গেছেন। ভারতে না ফিরে সেখান থেকে সরাসরি বিশ্বকাপ দলে যোগ দিতে পারেন তিনি।
কোহলি ও হার্দিকের মতো স্যানজু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহালও ৩০ মে দলের সাথে যোগ দেবেন।
প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে এটিই সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হবে। তাই আইসিসিও এই ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ-ভারত ম্যাচেই ম্যাচ রেফারি এবং তৃতীয় ও চতুর্থ আম্পায়ার রাখা হয়েছে। এই ম্যাচ তাই নিশ্চিতভাবেই টিভি পর্দায় দেখা যাবে। ১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনেই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
এই ম্যাচে ম্যাচ রেফারি থাকবেন জেফ ক্রো। এছাড়া রিচার্ড কেটেলবোরো ও ক্রিস ব্রাউন অন-ফিল্ড আম্পায়ার, পল রাইফেল তৃতীয় আম্পায়ার এবং অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
এই ম্যাচ শেষে টাইগাররা সপ্তাহখানেকের বিশ্রাম পাবে। কারণ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
এদিকে, ভারত তাদের সমস্ত গ্রুপ ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু। এরপর ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ১২ জুন আমেরিকার বিরুদ্ধে এবং ১৫ জুন কানাডার বিরুদ্ধে ম্যাচ খেলবে।
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন ঋষভ পন্থ ও স্যানজু স্যামসন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবারের আইপিএলে ঋষভ পন্থ প্রত্যাবর্তন করেছেন।