শিরোনাম

বিভিন্ন দেশের শোক প্রকাশ ও ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্যান্য সফরসঙ্গীদের নিহতের ঘটনায় দেশজুড়ে ৫ দিন শোক পালনের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

সোমবার এক শোকবার্তায় খামেনি বলেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে আমি সৈয়দ ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের মৃত্যু সংবাদ গ্রহণ করেছি। রাইসি ছিলেন একজন নিরলস ধর্মীয় পণ্ডিত, একজন যোগ্য ও জনপ্রিয় প্রেসিডেন্ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং ইসলামের একজন একনিষ্ঠ সেবক।’

‘খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য ইরানকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার মধ্যেও দেশের যথাসাধ্য সেবা করেছেন। রাইসির পরলোকগমনের মধ্যে দিয়ে ইরান অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। ইরান একজন আন্তরিক, নিবেদিতপ্রাণ এবং অমূল্য দেশসেবক হারালো।

এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ও গোষ্ঠীর নেতারা শোক ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন-

“সৈয়দ ইব্রাহিম রাইসি একজন অসাধারণ রাজনীতিক ছিলেন যার পুরো জীবন মাতৃভূমির সেবায় নিয়োজিত ছিল। রাশিয়ার একজন প্রকৃত বন্ধু।


তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান বলেন-

“আমি‍ জনাব রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যিনি ক্ষমতায় থাকাকালে ইরানি জনগণ ও আমাদের অঞ্চলে শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন।“

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন-

“ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. সৈয়দ ইব্রাহিম রাইসির শোচনীয় মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত ও মর্মাহত।

“তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের সময়ে ভারত ইরানের পাশে আছে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন-

প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভ্রাতৃসম ইরানের প্রতি সংহতি প্রকাশ করে একদিনের শোক পালন করবে পাকিস্তান এবং পতাকা অর্ধনমিত রাখবে।”

মিশর, মালয়েশিয়া, লেবাননের হিজবুল্লাহ সহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, জর্ডানের বাদশা আব্দুল্লাহ, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, জাপান সরকার, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, ইয়েমেনের হুতি প্রধান মোহাম্মদ আলি আল হুতি, কাতারের আমির শেখ তামিন বিন হামাদ আল-থানি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শোচনীয় মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।