ম্যাচের বেশিরভাগ সময় লিড ধরে রাখে স্লোভাকিয়া। তবে ইংল্যান্ডের হার যখন প্রায় নিশ্চিত, তখনই ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন জুড বেলিংহ্যাম। অতিরিক্ত সময়ের শুরুতেই হ্যারি কেইন গোল করে উল্টো স্লোভাকিয়ার স্বপ্ন ভেঙে দেন। এর ফলে, গতবারের ফাইনালিস্টরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয়।
গতকাল রবিবার জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে অনুষ্ঠিত এই ম্যাচে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে ইভান শারাঞ্জ স্লোভাকিয়াকে এগিয়ে নিয়ে যান। ৯৫তম মিনিটে বেলিংহ্যাম সমতা ফেরান, আর অতিরিক্ত সময়ে হ্যারি কেইন জয়সূচক গোলটি করেন।
ম্যাচের ২৫তম মিনিটে জালের দেখা পায় স্লোভাকিয়া। দুর্দান্ত এক আক্রমণ থেকে দলটি এগিয়ে যায়। দুই সতীর্থের পাস থেকে বক্সের বাইরে বল পান দাভিদ স্ত্রেলেক। তার পাস থেকে বক্সে ঢুকে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়িয়ে গোলরক্ষককে পরাস্ত করেন শারাঞ্জ।
বিদায়ের দ্বারপ্রান্তে গিয়ে, ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেলিংহ্যামের গোলে টিকে থাকে ইংল্যান্ড। কর্নারের পর গেয়ির হেড পাসে ওভারহেড কিকে বল জালে পাঠান ২২ বছর পূর্ণ করা রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আবারও উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ডের সমর্থকরা। দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। বক্সে ইভান টনির হেড পাসে হেড করে বল জালে পাঠান ইংল্যান্ডের রেকর্ড স্কোরার।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ইংল্যান্ড।