কোপা আমেরিকা এবং ইউরো কাপ চলছে পুরোদমে, আর এরই মধ্যে ব্যালন ডি’অর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আগামী ২৮ অক্টোবর ফুটবলের সবচেয়ে লোভনীয় ব্যক্তিগত পুরস্কারটি দেওয়া হবে। এবারে বেশ কয়েকজন দাবিদার থাকায় বিজয়ী বাছাই করা বেশ কঠিন। তবে ক্রীড়া বিষয়ক গণমাধ্যম স্পোর্টস ব্রিফের দাবি, হঠাৎ করেই আলোচনায় চলে এসেছে লিওনেল মেসির নাম।
চলতি বছর সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীর তালিকার শীর্ষে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর তিনি নিচে নেমে গেছেন। তালিকার শীর্ষে চলে এসেছেন ভিনির রিয়াল মাদ্রিদের সতীর্থ জুড বেলিংহ্যাম।
ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম চলমান ইউরো কাপে দুর্দান্ত খেলছেন। ব্রাজিল বিদায় নিলেও, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
অন্যদিকে, কোপার শিরোপার খুব কাছে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা। গ্রুপ পর্বে ২-০ গোলে কানাডাকে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালে উঠলে তাদের খেলতে হবে উরুগুয়ে বা কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার রেকর্ড যেহেতু এই দুই দলের বিপক্ষে ভালো, তাই স্পোর্টস ব্রিফের দাবি হঠাৎ করে মেসির নাম আলোচনায় এসেছে।
তাদের মতে, বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে লড়াইয়ে মেসির নামও চলে এসেছে। বছরের শেষে নবম ব্যালন ডি’অর খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে তারও। বিশেষ করে আর্জেন্টিনা যদি কোপা আমেরিকার শিরোপা জিতে, তাহলে মেসির সম্ভাবনা আরও বেড়ে যাবে। মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলদাতা মেসি ১২ গোল করেছেন এবং ১৪টি অ্যাসিস্ট দিয়েছেন। কোপার শিরোপা আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে লড়াইয়ে ভালোভাবে ফিরিয়ে আনবে।