ব্রাজিলে বিমান বিধ্বস্ত: ৬২ জনের সবাই নিহত
ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন, যার মধ্যে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিমানটি কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। যাত্রাপথে, সাও পাওলো থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভিনহেদো শহরে এটি বিধ্বস্ত হয়।
এখনো পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রেসিডেন্ট লুলা দা সিলভা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানিয়েছেন।
No tags found for this post.