রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছেন লুকা মদ্রিচ। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন এই ক্রোয়াট মিডফিল্ডার।
ক্লাবের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে লা লিগা চ্যাম্পিয়নরা মদ্রিচের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। ৩৮ বছর বয়সী এই ফুটবলারের আগের চুক্তির মেয়াদ গত মাসে শেষ হয়েছিল।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন মদ্রিচ। তারপর থেকে রিয়ালের মিডফিল্ডে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাদ্রিদে ১২ মৌসুমে তিনি ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৬টি ট্রফি জিতেছেন।
রিয়াল মাদ্রিদের জার্সি পরেই মদ্রিচ ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ২০১৮ সালের ব্যালন ডি’অর জিতেছেন। একই বছরে দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড এবং ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন তিনি। ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে ছয়বার স্থান পেয়েছেন মদ্রিচ। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৫৩৪ ম্যাচে অংশ নিয়ে ৩৯টি গোল করেছেন এই মিডফিল্ডার।