শিরোনাম

মধ্যপ্রাচ্যে বন্ধু বেড়েই চলেছে ইরানের, কী করবে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মাস আগে

ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান যখন শোকে ভাসছে, তখন তেহরানের জন্য সুখবর এনেছে মস্কো। মধ্যপ্রাচ্যে ইরান একটি অপ্রত্যাশিত বন্ধু পেতে যাচ্ছে, আর এর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল যে দেশ, সেই দেশের সাথেই এবার নতুন করে সম্পর্ক স্থাপন করছে ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েল কী পথে হাঁটবে?

২০১৬ সালে রিয়াদে শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর, তেহরানে এবং মাশহাদে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলার ঘটনায় সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরই জের ধরে বাহরাইনও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর মোতায়েন থাকায়, দেশটির সুন্নি রাজ পরিবার শিয়া মুসলিমদের উসকে দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছিল।

২০১১ সালে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ে বাহরাইনের সরকার, যেখানে শিয়া সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল বেশি। তারা বাহরাইনের রাজপরিবারের পতন চেয়েছিল এবং ইরানকে উসকানিদাতা হিসেবে আংশিকভাবে দায়ী করা হয়েছিল।

তবে আট বছর পর, ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন। বাহরাইনের বাদশাহ হামাদ দেরি না করার ঘোষণা দেন। মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, ইরানের সঙ্গে যে সমস্যা ছিল, তা এখন আর নেই। ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে দেরি করার কোনো কারণ নেই এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে।

চলতি মাসে বাহরাইনে আরব লিগের ৩৩তম সামিট অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের আলোচনা পুনরুজ্জীবিত করতে মানামাকে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজনের জন্য আহ্বান জানায় আরব লিগের সদস্য রাষ্ট্রগুলি। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বাদশাহ হামাদ বলেন, এই সমস্যা সমাধানে বাহরাইনের রাশিয়ার সহায়তা প্রয়োজন।

গত বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় স্থাপন করে। মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরুর পর বাহরাইন এটিকে স্বাগত জানায়। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথ তৈরি করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গেল কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে। যেমন ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের পথ খুলেছে, তেমনি এই অঞ্চলে সংঘাতও বেড়েছে। এমন অবস্থায় কয়েক বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন। তবে যদি ইরান এবার বাহরাইনকে পাশে পায়, তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে নিরাপত্তাহীনতায় ভুগবেন, তা সহজেই অনুমেয়।

No tags found for this post.