শিরোনাম

মার্তিনেজের গোলে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে
মার্তিনেজের গোলে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার ত্রিমুকুট অর্জন

দর্শক- বিশৃঙ্খলার কারণে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল শুরু হতে প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট দেরি হয়, তবে নিয়মিত ৯০ মিনিটের মধ্যেই ছিল নানা নাটকীয়তা। লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, ডাগআউটে কান্নায় ভেঙে পড়েন। আর্জেন্টিনার হতাশা আরও বাড়ে যখন নিকো গঞ্জালেসের গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকে।

অতিরিক্ত সময়ে, আনহেল দি মারিয়ার বিদায়ী ম্যাচে, লাওতারো মার্তিনেজ ১১২ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে জয় এনে দেন। এই জয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ত্রিমুকুট অর্জন করে—মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, এবং পুনরায় মহাদেশীয় শিরোপা। স্পেনের পর এই বিরল ত্রিমুকুট অর্জন করা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা।

argentina
argentina 1