টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম খেলায় বাংলাদেশ ২৮ রানে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস মেথডে পরাজিত হয়েছে।
টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি ব্যাটিং বিপর্যয়ের কারণে অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য দিতে ব্যর্থ হয়।
বাংলাদেশ ১৪১ রানের টার্গেট সেট করে। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ওপেনিং জুটিতে ৬৫ রান আসে। কিন্তু এরই মাঝে বৃষ্টি বাধা দেয়। বৃষ্টি শেষে খেলা পুনরায় শুরু হলেও অস্ট্রেলিয়া ১২ ওভারও খেলতে পারেনি।
১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান করার পর আবার বৃষ্টি নামলে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম মিচেল স্টার্কের প্রথম ওভারে আউট হয়ে যান। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেলে ১৬ রান করেন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ রান করেন। চার নম্বরে নামা রিশাদ ৪ বলে ২ রান করে আউট হন।
পাঁচ নম্বরে ব্যাট করতে এসে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রান করেন। ছয়ে নামা সাকিব আল হাসান ১০ বলে ৮ রান করেন। তাসকিন করেন ৭ বলে ১৩ রান। আর শেখ মেহেদী শূন্য রানে আউট হন।
অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স সর্বোচ্চ তিন উইকেট নেন, অ্যাডাম জাম্পা দুটি উইকেট শিকার করেন। সব মিলিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে।