শিরোনাম

মোস্তাফিজের নৈপুণ্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মাস আগে

মোস্তাফিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ধসে পড়ল যুক্তরাষ্ট্রের ইনিংস। বাঁ-হাতি এই পেসার একাই ভেঙে দিলেন তাদের ইনিংসের মেরুদণ্ড। মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো রকমে ১০৪ রানে আটকে দেন তিনি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে গত শনিবার বাংলাদেশ মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলা হয় ম্যাচটি। টসে জিতে প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১০৪ রান।

প্রথমে ব্যাট করে যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হলেও, শেষ পর্যন্ত টাইগার বোলারদের তোপে তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রে গোস মিলে ৪.৫ ওভারে তুলে ফেলেন ৪৬ রান।

ওভারের শেষ বলে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান। সিরিজে প্রথম উইকেট পেয়ে আন্দ্রে গোসকে আউট করেন তিনি। গোস ১৫ বলে ২৭ রান করে ফেরেন।

এরপরের ওভারে মোস্তাফিজুর রহমান দেখান তার ভয়ংকর রূপ। কোনো রান না দিয়ে শায়ান জাহাঙ্গীরকে আউট করেন তিনি। ২০ বলে ১৮ রান করেন শায়ান। ৭ বলের মধ্যে দুই উইকেট হারিয়ে ধাক্কা খায় যুক্তরাষ্ট্র।

এরপর রিশাদ চাপ ধরে রাখেন। উইকেট না পেলেও একটি মেইডেন ওভার করেন তিনি। ১০ম ওভারে মোস্তাফিজ আবার আঘাত হানেন। নিতিশ কুমারকে ৯ বলে ৩ রানে আউট করেন। ৯.৪ ওভারে যুক্তরাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৬ রান।

এরপর দ্রুত আরও দুটি উইকেট তুলে নেন রিশাদ ও তানজিম। মার্কিন অধিনায়ক এন্ড্রু জোনসকে ৭ বলে ২ রানে আউট করেন তানজিম। ১২.২ ওভারে রিশাদ মিলিন্দ কুমারকে ৭ রানে ফিরিয়ে দেন।

ইনিংসজুড়ে দারুণ বল করেন রিশাদ। চার ওভার বল করে মাত্র ৭ রান দেন তিনি, যদিও আর কোনো উইকেট পাননি। তবে দলের সেরা বোলার ছিলেন মোস্তাফিজ। ১০ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং।

১৮তম ওভারে মোস্তাফিজ দুটি উইকেট নেন। ১৭.৩ ওভারে সিধলেকে ১২ রানে আউট করার পর ১৭.৫ ওভারে সাবেক কিউই অলরাউন্ডার কোরি আন্ডারসনকে বোল্ড করেন তিনি। আন্ডারসন ১৮ বলে ১৮ রান করেন। ৯৪ রানে ৭ উইকেট হারায় যুক্তরাষ্ট্র।

শেষ ওভারে এসে মোস্তাফিজ আবার দুটি উইকেট তুলে নেন। জশদ্বীপ সিং ও নিসর্গ প্যাটেলকে আউট করেন তিনি। ফলে ৯ উইকেটে ১০৪ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস।