বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন যে সাকিব আল হাসান, সেটি বলার অপেক্ষা রাখে না। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্যারিয়ারের শেষভাগে এসেও দলের হয়ে আলো ছড়াচ্ছেন। ব্যাট ও বল হাতে তিনি দেশকে এনে দিচ্ছেন অসামান্য গৌরব। দলের জয়ে অবদান রাখার পাশাপাশি নিজের রেকর্ডও উজ্জ্বল করে চলেছেন সাকিব। এবার আরও এক দুর্দান্ত এবং বিরল রেকর্ড গড়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। তাহলে নতুন কোন রেকর্ডের খাতায় নাম লেখালেন সাকিব?
এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আর ঊষার বাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সাথে।
আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে এই সিরিজটি টাইগারদের জন্য সুখকর হয়নি।
বিশ্বের নবীনতম দেশটির কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় নাজমুল শান্তর দল। আর গত শনিবার শেষ ম্যাচ জিতে তারা এড়ায় হোয়াইটওয়াশ। এই ম্যাচে আগে বল করতে নেমে স্বাগতিকদের ১০৪ রানেই থামায় টাইগাররা।
বল হাতে এদিন স্বাগতিকদের ওপেনার আন্দ্রে গাউসকে আউট করেছিলেন সাকিব। আর এতেই তিনি গড়ে ফেলেন অনন্য এক কীর্তি। এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে তার ৭০০তম উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। তার আশেপাশে নেই কেউ। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব।
বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ৩৯০টি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান, যার উইকেট সংখ্যা ৩০৯টি।
বিশ্বের ১৭তম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে সাকিব। স্পিনারদের মধ্যে তার অবস্থান সপ্তম, তবে বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয়। বাঁহাতি স্পিনার হিসেবে তার আগে এই কীর্তি করেছেন শুধু নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, যার উইকেট সংখ্যা ৭০৫টি। অর্থাৎ বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়া সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।
৭০০ উইকেটের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। এই সংস্করণের ২৪১ ইনিংসে তার শিকার ৩১৭ উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতে সাকিবের রান ৭৫৭০। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেট ২৩৭টি এবং রান ৪৫০৫।
এছাড়া টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ১৪৬টি। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির, যিনি ১২৩ ম্যাচে শিকার করেছেন ১৫৭টি উইকেট। ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের রান ২৪৪০।