শিরোনাম

রাশিয়ার উপর বেশি নির্ভর করবেন না, ভারতকে সতর্ক করল আমেরিকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

রাশিয়া সফরের পর ভারতের প্রতি আমেরিকার সতর্কবার্তা

সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরের পরপরই রাশিয়ার সম্পর্কে ভারতকে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা জানিয়েছে, রাশিয়ার উপর নির্ভর করা সঠিক পদক্ষেপ নয়, কারণ রাশিয়া ভারতের তুলনায় চীনের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয়।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সাংবাদিক সম্মেলনে বলেন, “বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে চাই, বিশেষ করে ভারতকে, রাশিয়াকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালো পদক্ষেপ নয়। তারা চীনের সঙ্গী এবং যেকোনও সময় তারা ভারতকে টপকে চীনের দিকে চলে যাবে।”

সুলিভান আরও জানান, “ভারতের প্রধানমন্ত্রী মোদি চীনের আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন। গত কয়েক বছর ধরেই আমরা এটি দেখে আসছি।” গত মাসে সুলিভান ভারতে এসেছিলেন এবং তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

আমেরিকার দাবি, ভারতের সঙ্গে রাশিয়ার দীর্ঘ সম্পর্ক থাকলেও সেটি যে কোনও সময় বদলে যেতে পারে। তারা গণতান্ত্রিক সঙ্গীতে বিশ্বাসী এবং দীর্ঘকালীন ক্ষেত্রে এটি অনেক সুবিধা দেয়।

দুদিনের সফরে গত সোমবার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন সংঘাতের মাঝেই মোদির এই সফরের দিকে নজর ছিল অনেকের। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে জানান, “বোমা আর বুলেটের মাঝে শান্তি প্রক্রিয়া সম্ভব নয়।”