শিরোনাম

শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক আশালাঙ্কা, দলে ফিরলেন চান্দিমাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে
শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক আশালাঙ্কা, দলে ফিরলেন চান্দিমাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারত-বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়ক নিয়োগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২৭ বছর বয়সী চারিত আশালাঙ্কাকে অধিনায়ক করে ভারত সিরিজের দল ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি জাফনা কিংসকে নেতৃত্ব দিয়ে এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) এর শিরোপা জিতিয়েছেন আশালাঙ্কা। অধিনায়ক হিসেবে তার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে। পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার আগে জাতীয় দলকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। এ বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে হাসারাঙ্গা নিষিদ্ধ থাকায় প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন আশালাঙ্কা।

ভারত সিরিজের দলে বড় চমক হিসেবে ফিরেছেন সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল। দুই বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন চান্দিমাল। এই মৌসুমে এলপিএলে ১৬৮.৮২ স্ট্রাইক রেটে ২৮৭ রান করে তিনি এই সুযোগ লাভ করেছেন। তবে, এলপিএলে ভালো পারফরম্যান্স সত্ত্বেও দলে জায়গা পাননি অ্যাঞ্জেলো ম্যাথিউস।

No tags found for this post.