বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। রাজিন ও তুষার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন, আর পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন তারেক।
সাবেক অধিনায়ক রাজিন সালেহের সঙ্গে বিসিবির চুক্তি তিন মাসের জন্য। তার দৈনিক বেতন সাড়ে সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন এবং এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন। ব্যক্তিগত কারণে দীর্ঘমেয়াদি চুক্তিতে না গিয়ে তিনি তিন মাসের চুক্তি করেছেন। রাজিন ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
তুষার ইমরানকে দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারেক আজিজকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার টাকায় তাদের দুজনের সঙ্গেই ৩ বছরের চুক্তি হয়েছে।
তারেক আজিজ গত ২২ জুন থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন। তিনি ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছেন।
এ ছাড়া, মাসিক ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৩৭ বছর বয়সী নাদিফ দেশের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন এবং সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এবার তিনি পেশাদার ক্রিকেট ছেড়ে বিসিবিতে যোগ দিলেন।