চোটের কারণে গ্রুপ পর্বের একটি ম্যাচ মিস করেছিলেন লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে কিছুটা আড়ষ্টতা দেখা গেলেও, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন যে কানাডার বিপক্ষে সেমিফাইনালে মেসিকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখা যাবে।
গত বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসি পুরো ম্যাচ খেলেছেন। তবে তাকে সেরা ফর্মে দেখা যায়নি। টাইব্রেকারে গড়ানো ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে গোল করতে ব্যর্থ হন তিনি।
৩৭ বছর বয়সী বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে সেমিফাইনালের আগে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছেন স্কালোনি। তিনি বলেন, “লিও ভালো আছে। সে ভালোভাবেই শেষ করেছে। কাজেই কাল সে খেলবে, আমরা খুব স্থির আছি। সে খুব ভালো ধাপে আছে। আমাদের জন্য সে খুব প্রয়োজনীয়।”
বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউ জার্সিতে কোপা আমেরিকার ফাইনালে উঠার লড়াইয়ে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারের কোপায় এটি হবে কানাডার বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছিল তারা।
আগের দেখায় জয় পেলেও কানাডা সেমিফাইনালে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারে বলে প্রস্তুতি নিচ্ছেন স্কালোনি। তিনি বলেন, “সব কোচই ভুল থেকে শিক্ষা নেয়। প্রতিটি কোচই ভিন্ন কিছুর চেষ্টা করে। আমরা চেষ্টা করব বল ধরে রাখতে এবং তাদেরকে তাদের খেলাটা খেলতে না দিতে।”
আর্জেন্টিনা কোচ মনে করেন শারীরিকভাবে কানাডার বিপক্ষে ম্যাচ জিততে ভিন্ন কৌশল নিতে হবে। তিনি বলেন, “কানাডা শারীরিকভাবে শক্তিশালী এবং টেকনিক্যালিও ভালো। তারা সব দলের জন্যই কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমরা আমাদের সামর্থ্য দিয়ে জয়ের কৌশল ঠিক করে নেব।”