শিরোনাম

১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন এমবাপ্পের পিএসজি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

গতকাল ফ্রেঞ্চ কাপ ফাইনালের আগে প্রেসিডেন্ট মাখোঁ আবারও পিএসজির ড্রেসিংরুমে গিয়ে এমবাপ্পের সঙ্গে দেখা করেন। তারকা ফরোয়ার্ডের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং তার প্রতি স্নেহ প্রদর্শন করেন। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম একে এমবাপ্পেকে ধরে রাখার ‘শেষ প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে।

তবে, মাখোঁর এই প্রচেষ্টা সফল হয়নি তা ফাইনালের পরেই বোঝা গেল, যখন এমবাপ্পেকে কাঁধে তুলে সতীর্থরা শূন্যে ভাসাচ্ছিলেন। এমবাপ্পে মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন।

গতকাল অলিম্পিক লিওঁর বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনাল ছিল পিএসজির ২০২৩-২৪ মৌসুমের শেষ ম্যাচ। এর মানে এমবাপ্পে পিএসজির জার্সিতে তার শেষ ম্যাচটি খেললেন এবং শিরোপার আনন্দে বিদায় নিলেন।

লিলের স্তাদ পিয়েরে-মাউরোয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজি অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হলো। ফ্রেঞ্চ লিগ আঁ–এর শিরোপাও তারা জিতেছে। লুইস এনরিকে তার প্রথম মৌসুমে পিএসজির কোচ হিসেবে দুটি ঘরোয়া শিরোপা জিতলেন।

ফাইনালে পিএসজির দুটি গোলই প্রথমার্ধে হয়। ২২ মিনিটে উসমান দেম্বেলের গোলে পিএসজি এগিয়ে যায়, ৩৪ মিনিটে ফাবিয়ান রুইজ ২-০ করেন।

বিরতির পর লিওঁ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে আইরিশ সেন্টার-ব্যাক জেইক ও’ব্রায়েন একটি গোল করে ২-১ করে। এরপর লিওঁ আরও কয়েকবার আক্রমণ চালায়, তবে পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার বীরত্বে তারা সমতা ফেরাতে ব্যর্থ হয়।

সাধারণত ফ্রেঞ্চ কাপ ফাইনাল ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্সে হয়। কিন্তু প্যারিস অলিম্পিকের প্রস্তুতির জন্য স্তাদ দে ফ্রান্সের সংস্কারকাজ চলতে থাকায় এবারের ফাইনাল লিলের স্তাদ পিয়েরে-মাউরোয়তে অনুষ্ঠিত হয়।

ফাইনালের আগে পিএসজি ও লিওঁ সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিলের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ জানিয়েছে, পিএসজির প্রায় ২০০ এবং লিওঁর ১০০ জন সমর্থক সংঘর্ষে জড়িয়েছিলেন। এতে দুই দলের ২০ জন সমর্থক সামান্য আহত হয় এবং সংঘর্ষ চলাকালে দুটি গাড়িও আগুনে পুড়ে যায়। মাঠে বসে ফাইনাল দেখা প্রেসিডেন্ট মাখোঁ এই ঘটনার নিন্দা জানান।

ম্যাচ শুরু হওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। বিদায়ী ম্যাচে গোল না পেলেও এমবাপ্পে সব দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সব মিলিয়ে তিনি পিএসজির হয়ে ৭ বছরে ১৫টি ট্রফি জিতেছেন।

No tags found for this post.