শিরোনাম

২৪ বছর পর আসছে গ্ল্যাডিয়েটর-২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

দুই যুগ পর আসছে ‘গ্ল্যাডিয়েটর ২’: ট্রেলার মুক্তি, ২২ নভেম্বর মুক্তির তারিখ

গ্ল্যাডিয়েটর টু

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০০ সালে ৫০৩.২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। এর সিকুয়েল ‘গ্ল্যাডিয়েটর ২’ মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যানিটি ফেয়ার’ সোমবার সন্ধ্যায় ‘গ্ল্যাডিয়েটর ২’-এর ফার্স্ট লুক প্রকাশ করে। নতুন প্রজন্মের যোদ্ধা পল মেসকাল এবং ডেনজেল ওয়াশিংটনের ফার্স্ট লুক দেখে ভক্তরা মুগ্ধ।

সিকুয়েলটির পরিচালনায় থাকছেন রিডলি স্কট। প্রথম পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো, তবে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে অভিনয় করছেন না তিনি। এবার প্রধান চরিত্রে দেখা যাবে রাণী ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’ ভূমিকায় আইরিশ অভিনেতা পল মেসকালকে। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে থাকছেন পেদ্রো প্যাসক্যাল, এবং ‘ম্যাক্রিনাস’ চরিত্রে দেখা যাবে ডেনজেল ওয়াশিংটনকে।

জানা গেছে, রাসেল ক্রো না থাকলেও রাণী ‘লুসিয়া’র চরিত্রে পুনরায় অভিনয় করবেন কনি নেলসন।

‘গ্ল্যাডিয়েটর’ অস্কারে ১২টি মনোনয়ন পেয়ে সেরা ছবিসহ পাঁচটি অস্কার জিতেছিল, যা ছবিটির সাফল্যকে আরও গৌরবান্বিত করেছে।