ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার এবং ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব ও তাদের দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
ওই দিন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান, এবিএম মোকাম্মেল হকের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ বিষয়ে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মোকাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এস আলম গ্রুপের পরিবারের সদস্যদের পক্ষে অবৈধভাবে পাঁচ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। তাকে সন্দেহ করা হচ্ছে যে, ক্ষমতার অপব্যবহার করে তিনি দেশে ও বিদেশে প্রচুর সম্পদ অর্জন করেছেন। ফলে তার দেশত্যাগের সম্ভাবনা থাকায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখা জরুরি।
অন্যদিকে, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে দেশের উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাত এবং অনিয়মের মাধ্যমে পরিবারসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির এই অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা প্রয়োজন বলে আদালতে আবেদনে জানানো হয়।
এদিকে, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী এবং সন্তানদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করতে আবেদন করেন দুদকের উপপরিচালক সিরাজুল হক। আবেদনে বলা হয়েছে, হাবিব হাসানের বিরুদ্ধে ভূমি দখল, পরিবহন চাঁদাবাজি, পদ বাণিজ্য এবং অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে বিদেশে সম্পদ সঞ্চয় করার অভিযোগ রয়েছে। অভিযোগে জানা গেছে, তার ছেলের নামে কানাডায় বাড়ি ক্রয় করা হয়েছে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তে এই নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।