শিরোনাম

২০২৪-এ জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়েছিল হাসিনা সরকার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের অভিযোগ করেছেন যে, ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার জোরপূর্বক জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, কিছু গোষ্ঠী আমাদেরকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে অপবাদ দিচ্ছে। কিন্তু এ ধরনের অভিযোগের সত্যতা নেই, এবং এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে কিছু বুদ্ধিজীবীও যুক্ত আছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আমাদের ওপর আওয়ামী লীগের সহযোগী হওয়ার অপবাদ চাপানো হয়, কারণ আমরা ২০০৮ সালে মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই সময় শেখ হাসিনার সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হিসেবে আমি দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু তখনকার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম।”

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনার পর জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই হামলায় নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ শানু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আহত হন।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জিএম কাদের বলেন, “সরকার যেমন নির্বাচনে যেতে আমাদের উপর চাপ প্রয়োগ করেছে, তেমনই একাধিক দিক থেকেও জোর করা হয়েছিল। এমনকি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন থেকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।”

জিএম কাদের বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে সবাই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে বাধ্য করে অংশগ্রহণ করানো হয়েছিল। নির্বাচনে অংশগ্রহণ করা সাংবিধানিক অধিকার হলেও এটি নিয়ে অভিযোগ তোলা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের হামলা-মামলার পাশাপাশি বিভাজনের রাজনীতির শিকার হয়েছে জাতীয় পার্টি, বলেন তিনি।

  • usharbani
  • ঊষারবাণী
  • জাতীয় পার্টি
  • জিএম কাদের
  •