শিরোনাম

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২১৫টি ড্রোন হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২১৫টি ড্রোন হামলা

ইউক্রেন রোববার মস্কোর ওপর ৩৪টি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে সংঘাত শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোসহ পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে তিন ঘণ্টার মধ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩৬টি ড্রোন ধ্বংস করেছে।

রুশ মন্ত্রণালয়ের দাবি, কিয়েভ সরকার বিমান-সদৃশ ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ করা হয়েছে।

এদিকে, মস্কো অঞ্চলে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। রুশ ফেডারেল বিমান পরিবহন সংস্থা জানায়, মস্কোর ডোমোডেডোভো, শেরেমেটিয়েভো এবং ঝুকোভস্কি বিমানবন্দর কর্তৃপক্ষ অন্তত ৩৬টি ফ্লাইট অন্য পথে সরিয়ে নিয়েছিল, তবে পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

মস্কো ও এর আশপাশের অঞ্চলে প্রায় ২১ মিলিয়ন রাশিয়ান বাস করেন, যা ইউরোপের অন্যতম বৃহৎ মহানগর এলাকা, তুরস্কের ইস্তাম্বুলের পরেই এর অবস্থান।

অন্যদিকে, রাশিয়া দাবি করেছে যে, ইউক্রেন গত রাতে ১৪৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬২টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া, ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে, যেখানে রুশ কর্তৃপক্ষ ১৪টি ড্রোন ধ্বংসের দাবি করেছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি