শিরোনাম

৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ পরিস্থিতি তৈরি হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামানও ব্যবহার করে।

এর আগে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হন এবং সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর আন্দোলনকারীরা শিক্ষা ভবনের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

  • ৩৫ প্রত্যাশী
  • usharbani
  • ঊষারবাণী
  •