শিরোনাম

উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর, বিক্ষোভোর ডাক ছাত্র আন্দোলনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : হাসনাত আব্দুল্লাহ

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে এবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ছাত্র-জনতার অংশগ্রহণ ছাড়া উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার বিকেলে তারা এ কর্মসূচির আয়োজন করছে।

সোমবার (১১ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি পোস্টে লেখেন, “ছাত্র-জনতার অংশগ্রহণ ছাড়া উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করবে।”

এদিকে, উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের অন্তর্ভুক্ত করে শহিদদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে দুইটি কর্মসূচি থাকায় বিকেল চারটায় একসঙ্গে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

উল্লেখ্য, রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন—ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তাদের মধ্যে ফারুকীকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে।

  • usharbani
  • উপদেষ্টা পরিষদ
  • ঊষারবাণী
  •