শিরোনাম

“ছয় বাংলাদেশি ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংবাদ” যা জানা গেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
সংগৃহীত ছবি

ভারত সরকার ছয় বাংলাদেশি ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে যে খবর রটেছে, সেটি ‘ভুয়া’ বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। গতকাল রোববার সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ভারত-বিরোধী’ মনোভাব ছড়ানোর জন্যই এই ভুয়া খবরটি ছড়ানো হয়েছে।

এর আগে গতকাল রোববার ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর এশিয়া। ওই প্রতিবেদনে ছয় ছাত্র নেতার নাম উল্লেখ করা হয় এবং অভিযোগ করা হয় যে তারা বৈষম্যবিরোধী আন্দোলন পরিচালনার পাশাপাশি ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত। এর ভিত্তিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে বলে দাবি করা হয়।

এছাড়া, ইন্ডিয়া টুডে জানায় যে, এই দাবির কোনও ভিত্তি নেই এবং ভারতের ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞার খবর সম্পূর্ণরূপে ভুয়া।

  • usharbani
  • ঊষারবাণী
  •