শিরোনাম

ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এ এবং ভারত এ দলের মধ্যে চলমান চারদিনের আনঅফিসিয়াল ম্যাচে এমন অভিযোগ উঠেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করার পর ভারতীয় জাতীয় দল বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। তার আগে ভারত এ দল ও অস্ট্রেলিয়া এ দল একটি চারদিনের ম্যাচ খেলছে। আর এই ম্যাচেই ভারতীয় দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে।

ম্যাচের চতুর্থ দিনে স্টাম্প মাইকে আম্পায়ারের সঙ্গে বল টেম্পারিং নিয়ে কথা শোনা যায়। এ ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একটি টুইট পোস্টও করে। বল টেম্পারিংয়ের এই অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া এ দল।

অস্ট্রেলিয়ান বার্তা সংস্থা এএপি পরে জানায়, ইন্ডিয়ান উইকেটরক্ষক ইশান কিষাণ আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। তাকে বলতে শোনা যায়, ‘এটা খুবই বাজে সিদ্ধান্ত।’ এর প্রতিক্রিয়ায় আম্পায়ার বলেন, ‘তোমার অসন্তোষের জন্য তোমার নাম রিপোর্টে থাকবে। তোমার আচরণ ঠিক নয়। তোমাদের দলের কাজকর্মের কারণেই আমরা বল পরিবর্তন করেছি।’

  • usharbani
  • ঊষারবাণী
  • ভারত
  •