শিরোনাম

রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড় পরানোয় তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর রাতে রাজু চত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানো অবস্থায় পাওয়া যায়। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে একটি প্রতিবেদন তৈরির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম,” ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ” ও ড. শান্টু বড়ুয়া।

  • usharbani
  • ঊষারবাণী
  •