শিরোনাম

আগামীকাল ‘শহীদি মার্চ’ পালনের ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
ফাইল ছবি

শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানকে সম্মান জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ পালনের ঘোষণা দিয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচি পালনের জন্য সকলকে আহ্বান জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আগামীকাল সারা দেশে শহীদ ও আহতদের স্মরণে এই কর্মসূচি পালিত হবে। আন্দোলনের সমন্বয়কারীরা জানান, শহীদি মার্চে আহত এবং শহীদদের পরিবারের সদস্যদেরও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, এই রোড মার্চটি ঢাকার রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, এবং ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানায়, তারা যেন ব্যানারে নিজেদের স্বপ্নের বাংলাদেশ এবং সংবিধান বা দেশের উন্নয়ন নিয়ে তাদের ভাবনা লিখে নিয়ে আসেন।

  • usharbani
  • ঊষারবাণী
  •