২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের রায়কে বৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এক হাজার ১১৪ জন আবেদনকারীর রিভিউ আবেদন নিয়ে শুনানি করবে দেশের সর্বোচ্চ আদালত। এই শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে শুনানির নির্দেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, ২০১০ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের বৈধতা হাইকোর্টের রায়ে নিশ্চিত করা হয়, যা আপিল বিভাগও বহাল রাখে। অপরদিকে, দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে লিভ টু আপিল দায়ের করা হলে, আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ এটি নিষ্পত্তি করে।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করলে ২০০৮ সালের ৩ জুলাই বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ সরকারের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
অন্যদিকে, হাইকোর্টের আরেকটি বেঞ্চ তিনটি পৃথক রিটের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার নেওয়া মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বেঞ্চ ১১ নভেম্বর এ রায় দেন, যার বিরুদ্ধে সরকার তিনটি লিভ টু আপিল দায়ের করে এবং আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ এটি নিষ্পত্তি করে।
২০০৭ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে জরুরি অবস্থার সরকার ৩০ জুন এই ফল বাতিল করে। ২৯ জুলাই দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফল অনুযায়ী ৩,২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।