রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) ভাষানটেক ও কাফরুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভাষানটেক ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ ছাড়া দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কচুক্ষেত এলাকায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভে অংশ নেন। এতে মিরপুর ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন এবং একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের একটি করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।