চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত। প্রথম ইনিংসে অশ্বিনের দাপুটে বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে শুভমান গিল ও ঋষভ পান্তের সেঞ্চুরির সুবাদে ভারত রানের পাহাড় গড়ে। এছাড়া অশ্বিন ও বুমরাহ বল হাতেও সফল ছিলেন।
বাংলাদেশের ব্যাটসম্যানরা দুই ইনিংসে মিলিয়ে কোনো শতরান করতে পারেননি। তবে প্রথম ইনিংসে হাসান মাহমুদ কিছুটা আশার আলো দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত দলীয় ব্যর্থতায় নাজমুল হোসেন শান্তর দলকে বড় পরাজয় বরণ করতে হলো।
প্রথম ইনিংসে বাংলাদেশ ভীষণ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। দ্বিতীয় ইনিংসেও তারা সেই চাপ থেকে বের হতে পারেনি। ৫১৫ রানের টার্গেটে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। পরদিন মাত্র ১৬ ওভার ৩ বলে তাদের ইনিংস শেষ হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন নাজমুল শান্ত, আর সাদমান ও জাকির যথাক্রমে ৩৫ ও ৩৩ রান করেন।
চতুর্থ দিনে বাংলাদেশ ৩৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে, হাতে ছিল ৬ উইকেট। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান উইকেটে ছিলেন, যারা প্রতিরোধ গড়ার আশা জাগিয়েছিলেন। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
দিনের প্রথম সেশনের এক ঘণ্টা ভালো কাটলেও বাংলাদেশ প্রথম ওভারে উইকেট হারায়। অশ্বিন তার প্রথম ওভারেই সাকিব আল হাসানকে ফেরান। সাকিবের রান খরার সমস্যা টেস্টে দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে; ৭ ইনিংসে তার কোনো ফিফটি নেই। সর্বশেষ গত বছরের এপ্রিলে আইরিশদের বিরুদ্ধে তার ফিফটি ছিল। এরপর দ্রুত ফিরে যান লিটন দাস, মিরাজ এবং শান্ত।
শেষে তাসকিন আহমেদ ৫ রানে এবং হাসান মাহমুদ ৭ রান করে আউট হন, ফলে বাংলাদেশ অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, আর রবীন্দ্র জাদেজা তিন উইকেট নেন। জাসপ্রিত বুমরাহও একটি উইকেট পান।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।