শিরোনাম

পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ছাড়াই দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বিস্ময়করভাবে দলে এখনো কোনো অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। এই স্কোয়াডে অনুপস্থিত রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড ও ক্যামেরন গ্রিনের মতো তারকা খেলোয়াড়রা।

মার্শ ও হেড পিতৃত্বকালীন ছুটিতে থাকায় তারা ওয়ানডে সিরিজেও অংশ নিচ্ছেন না। এদিকে গ্রিন মেরুদণ্ডে অস্ত্রোপচারের কারণে দলে নেই। এছাড়া কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।

অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের এই দলে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা। তবে কে অধিনায়ক হবেন তা এখনো নির্ধারণ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করছেন কামিন্স, এবং টি-টোয়েন্টিতে দায়িত্ব দেওয়া হয়েছিল মার্শকে। তার অনুপস্থিতিতে হেডও এক ম্যাচে অধিনায়কত্ব করেন। কিন্তু ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাদের কেউ না থাকায়, নতুন অধিনায়ক খুঁজছে সিএ। ইংলিস, জাম্পা, শর্ট বা ম্যাক্সওয়েলের মধ্যে যিনিই নেতৃত্বে আসেন, তিনিই হবেন অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি অধিনায়ক।

**অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড**
শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

  • usharbani
  • অস্ট্রেলিয়া
  • পাকিস্তান
  •