দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে মাহিদুল ইসলামের টেস্ট অভিষেক হয়েছে। খেলার আগে চোটে পড়ায় জাকের আলী দলে নেই, তার জায়গায় উইকেটরক্ষক হিসেবে মাঠে নেমেছেন মাহিদুল ইসলাম।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৭ উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ, তাই সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় অপরিহার্য নাজমুল হোসেন শান্তর দলের জন্য।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে নাঈম হাসান, লিটন দাস, ও জাকের আলী বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম এবং জাকির হাসান। লিটন জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে, ব্রিটজ ও পিয়েডিটের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন মুথুসামি এবং প্যাটারসন।
বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম (উইকেটকিপার), জাকির হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ।