শিরোনাম

দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ  

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যে ১০৬ রানের লক্ষ্য নির্ধারণ করেছিল, সেই লক্ষ্য অর্জনে মাত্র ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল।

বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার কারণে প্রথম ইনিংসে তারা ১০৬ রানে অলআউট হয়ে যায়। উত্তরে, দক্ষিণ আফ্রিকা কাইল ভেরেইনের সেঞ্চুরিতে ৩০৮ রানে অলআউট হয়, ফলে তারা ২০২ রানের লিড পায়।

২০২ রানের পিছিয়ে থেকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জাকের আলি এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে। যদিও মিরাজ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও তা মিস করেন।

জাকের ১১১ বলে ৫৮ এবং মিরাজ ১৯১ বলে ৯৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৬টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দলীয় ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জি ও এইডেন মার্করাম ভাল শুরু করেন। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম, যখন মার্করামকে ২৭ বলে ২০ রান করে আউট করেন।

এরপর ডি জর্জি ট্রিস্টান স্টাবসের সঙ্গে মিলে রানের গতি বাড়াতে থাকেন, তবে ৫২ বলে ৪১ রান করে ডি জর্জিকে আউট করেন তাইজুল।

দলীয় ৯৭ রানে তাইজুল আবারও আঘাত হানেন, ডেভিড বেডিংহ্যামকে ১৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরান। এরপর স্টাবস রায়ান রিকেলটনের সঙ্গে মিলে দলের জয় নিশ্চিত করেন। রিকেলটন ৩ বলে ১ এবং স্টাবস ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • দক্ষিণ আফ্রিকা
  • বাংলাদেশ
  •