শিরোনাম

বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনে ড. সায়মন এন. গ্রুটের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের (বিএসএ) কার্যালয়ে আজ এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ইস্ট ওয়েস্ট সীড-এর প্রতিষ্ঠাতা ও বিশ্ববিখ্যাত কৃষি উদ্ভাবক ড. সায়মন এন. গ্রুট-এর সম্মানে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. গ্রুট ছিলেন এক অনন্য দূরদর্শী উদ্যোক্তা, যিনি ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। তাঁর উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি কৃষি উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএ-এর মহাসচিব কৃষিবিদ ড. আলী আফজাল, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া, কৃষিবিদ সীড লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক তাসলিম রেজা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও স্মরণসভায় অংশ নেন।

সভায় ড. গ্রুটের অবদান তুলে ধরা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বক্তারা বলেন, তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার কৃষি উন্নয়ন ও ক্ষুদ্র কৃষকের ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

ড. সায়মন এন. গ্রুট – একটি সংক্ষিপ্ত পরিচিতি:
তিনি ছিলেন ২০১৯ সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ জয়ী এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ক্ষুদ্র সবজি চাষীদের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ইস্ট ওয়েস্ট সীড বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বীজ কোম্পানি, যা কোটি কৃষকের জীবনে আলো এনেছে।

BSA