শিরোনাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১০ শতাংশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) যুক্তরাষ্ট্রের বাজারে ৪৫৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের উদ্যোক্তারা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২৭ শতাংশ কম। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস (অটেক্সা) থেকে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা যায়।

অটেক্সার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র ৪ হাজার ৩৬৩ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৬৫ শতাংশ কম।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পাশাপাশি শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের পোশাক রপ্তানিও কমেছে। তবে, সবচেয়ে বেশি রপ্তানি হ্রাস পেয়েছে বাংলাদেশের।

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থানে থাকা চীন চলতি বছরের প্রথম সাত মাসে ৮৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ২২ শতাংশ কমেছে। দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনাম এই সময়ে ৮০৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় দেড় শতাংশ কম।

অটেক্সার তথ্য অনুযায়ী, ভারতের রপ্তানি ২৮৫ কোটি ডলার এবং ইন্দোনেশিয়ার রপ্তানি ২২৮ কোটি ডলারে নেমেছে, যা যথাক্রমে ২ দশমিক ২১ শতাংশ ও ৭ দশমিক ৮৬ শতাংশ কম। ভারত ও ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের বাজারে চতুর্থ ও পঞ্চম শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান করছে।

  • usharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250