উয়েফা চ্যাম্পিয়নস লিগে এইবার বার্সেলোনা সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৫-২ ব্যবধানে পরাজিত করে বড় জয় তুলে নিয়েছে। এ জয়ে কাতালান ক্লাবটি তাদের টানা তৃতীয় জয়ের স্বাদ পেল।
অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই বার্সেলোনা এস্পানিওলের ওপর আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচের ১২ মিনিটে দানি ওলমো স্বাগতিকদের এগিয়ে দেন।
রেড স্টার শুরুতেই বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে সে গোল বাতিল হয়। ১৩ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক থেকে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ হেড দিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন। ২৭ মিনিটে সিলাসের গোলে রেড স্টার সমতায় ফিরে আসে এবং স্বাগতিক দর্শকরা উল্লাসে মাতোয়ারা হয়। তবে বার্সেলোনা দ্রুতই খেলার নিয়ন্ত্রণে ফিরে আসে। ৪৩ মিনিটে লেভানডোভস্কি আবারো বার্সাকে এগিয়ে দেন। ৫৩ মিনিটে এই পোলিশ স্ট্রাইকারের দ্বিতীয় গোলটি আসে, যা দলের তৃতীয় গোল। দারুণ ফর্মে থাকা রাফিনিয়া ৫৫ মিনিটে বার্সেলোনার পক্ষে চতুর্থ গোলটি করেন।
ম্যাচের ৭৬ মিনিটে ফেরমিন লোপেজ দলের পক্ষে পঞ্চম গোলটি করেন। যদিও ৮৪ মিনিটে রেড স্টার এক গোল পরিশোধ করতে সক্ষম হয়, তবুও হ্যান্সি ফ্লিকের দল ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।