বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরখাস্তের পাশাপাশি তাকে শোকজ নোটিশও পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিসিবির সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানান।
ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকেই গুঞ্জন ছিল যে, হাথুরুসিংহে চাকরি হারাতে পারেন। তবে পাকিস্তান সফরের ভালো পারফরম্যান্সের কারণে সেসময় তার চাকরি টিকে যায়। কিন্তু ভারত সফরে ব্যর্থতার পর অবশেষে বিদায় নিতে হলো এই শ্রীলঙ্কান কোচকে।
মঙ্গলবার সকালে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন করানোর পর আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ক্রিকেট বোর্ডের কার্যালয় থেকে বিদায় নেন হাথুরুসিংহে।