শিরোনাম

ভেনেজুয়েলার কাছে হোঁচট খেল ব্রাজিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ভেনেজুয়েলার কাছে হোঁচট খেল ব্রাজিল

ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়র জাতীয় দলের জার্সি পরলেই যেন নিজের সেরা ফর্ম হারিয়ে ফেলেন। তার প্রমাণ মিলেছে আবারও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে। জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচে মাত্র ৫ গোল করা এই ব্রাজিলিয়ান উইঙ্গার গোলের দেখা তো পানইনি, উল্টো পেনাল্টি মিস করেছেন। ফলে বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

ব্রাজিলের হয়ে রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে লিড পেলেও তেলাস্কো সেগোভিয়ার গোল ভেনেজুয়েলাকে সমতায় ফিরিয়ে আনে। এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল, আর ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভেনেজুয়েলা।

খেলার শুরুতে ব্রাজিলকে বেশ কয়েকবার চাপে ফেলেছিল ভেনেজুয়েলা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেরা নিয়ে নেয় ব্রাজিল। ৯ মিনিটে এক দারুণ সুযোগ পেলেও সহজ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস। প্রতিপক্ষের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে ভেনেজুয়েলার বক্সে ঢুকে পড়লেও গোলকিপার রাফায়েল রোমোকে ড্রিবল করতে গিয়ে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি ভিনি, তার কাটব্যাকের পর রাফিনিয়ার শটও অনেক ওপরে চলে যায়।

২২ মিনিটে আবারও গোলবঞ্চিত হন ভিনিসিয়ুস। সাভিনিয়োর পাস থেকে শট নিয়ে পোস্টে আঘাত হানেন তিনি। কিছুক্ষণ পর গেরসনের শটও দারুণভাবে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলকিপার রোমো।

ম্যাচের ৪৩ মিনিটে ফ্রি-কিক থেকে রাফিনিয়া দূরের পোস্টে বল পাঠিয়ে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে নেন। কিন্তু বিরতির পর সমতা ফেরায় ভেনেজুয়েলা। ৪৯তম মিনিটে তেলাস্কোর গোলে স্কোরলাইন হয় ১-১।

ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টি আদায় করলেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস। গোলকিপার রোমো ডানদিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন। ফিরতি বলেও গোলের সুযোগ মিস করেন ভিনিসিয়ুস।

পরবর্তী সময়ে বেশ কিছু প্রচেষ্টা সত্ত্বেও গোল করতে না পেরে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

  • usharbani
  • ঊষারবাণী
  • ব্রাজিল
  • ভেনেজুয়েলা
  •