শিরোনাম

বাংলাদেশকে সাফ জিতিয়েও পদত্যাগ করছেন কোচ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : পিটার বাটলার

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতানোর পেছনে বড় অবদান রেখেছেন কোচ পিটার বাটলার। তার তত্ত্বাবধানে সাবিনা-ঋতুপর্ণা চাকমারা নেপালকে তাদের নিজভূমিতে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করেছে। শিরোপা জয়ের এই আনন্দের মাঝেই হতাশা প্রকাশ করেছেন কোচ বাটলার এবং সেই হতাশা থেকেই বাংলাদেশকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই ইংলিশ কোচকে। সদ্য সমাপ্ত নারী সাফের মাঝামাঝি সময়েও তার বিরুদ্ধে সিনিয়র খেলোয়াড়দের অপছন্দের অভিযোগ উঠেছিল। এ ছাড়াও, বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। যদিও তার চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত, তবুও এই কোচ বাংলাদেশ নারী দলকে বিদায় জানিয়েছেন।

সাফ জয়ের দিন এক সাক্ষাৎকারে বাটলার জানান, নেপালের বিপক্ষে ম্যাচটিই ছিল বাংলাদেশে তার কোচিংয়ের শেষ ম্যাচ। শিরোপা জয়ের পরও পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি সত্যিই ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় কখনো পড়িনি।”

বাংলাদেশে সমস্যার বিষয়ে জানতে চাইলে পিটার বলেন, “তিন মাস ধরে বেতন পাচ্ছি না। এরপর অনেকের নানা নির্দেশনা। সব মিলিয়ে হতাশাগ্রস্ত।”

পিটারকে মূলত বাফুফের এলিট একাডেমিতে কাজের জন্য আনা হয়েছিল। প্রায় এক বছর সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

  • usharbani
  • ঊষারবাণী
  • কোচ
  • সাফ চ্যাম্পিয়নশিপ
  •