আইন লঙ্ঘন করে শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ‘আগামী মার্চের মধ্যেই শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হবে এবং প্রতিটি কারখানায় ডে কেয়ার সেন্টার চালু রাখতে হবে।’
রবিবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘যেসব মালিক শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ হচ্ছেন, তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেন তারা বিদেশে পালাতে না পারেন। অনেক কারখানা বারবার প্রতিশ্রুতি দিয়েও বেতন পরিশোধ করেনি।’
শ্রম উপদেষ্টা আরও বলেন, ‘আগের মতো শ্রমিক নির্যাতন করে সমস্যার সমাধান না করে মালিকদের বেতন পরিশোধে সহযোগিতা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক সমাধান সহজ নয়।’
তিনি আরও উল্লেখ করেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সময় খুবই কঠিন অবস্থায় ছিলেন। ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন এবং ১৮টি বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষের যৌথ চুক্তি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ‘শুধু উদ্বোধনী অনুষ্ঠান বা ছবি তুলে দায়সারা কাজ নয়, শ্রমিকদের জন্য দেওয়া সুযোগ সুবিধাগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’