শিরোনাম

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

আজ শুক্রবার (১৪ মার্চ ২০২৫) মাগুরার মহম্মদপুরে শারীরিক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমিনুর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ মহতী কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি এবং কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল। তার সার্বিক সহযোগিতায় ৩০০-এরও বেশি শারীরিক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এই কার্যক্রমটি বাস্তবায়ন করে ড. আলী আফজাল ফাউন্ডেশন এবং আয়োজন করে মহম্মদপুর সমন্বয় প্রতিবন্ধী সংস্থা। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করি, এই ক্ষুদ্র প্রয়াস তাদের ঈদের আনন্দে কিছুটা হলেও ভিন্নমাত্রা যোগ করবে।”

অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঈদ সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ড. আলী আফজাল ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ড. আলী আফজাল তার সমাজসেবামূলক কার্যক্রমের জন্য ইতিপূর্বেও বিভিন্ন সম্মাননা ও প্রশংসা অর্জন করেছেন।