বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আগামীকাল বৈঠক অনুষ্ঠিত হবে।”
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়। তারা একে অপরের খোঁজখবর নেন এবং বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠভাবে আলোচনা করেন।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সহযোগিতামূলক সংস্থা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলমান সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান অধ্যাপক ইউনূস। সেদিন তিনি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।