শিরোনাম

দুর্গাপূজায় ইলিশ পাঠাতে ভারতের পক্ষ থেকে চিঠি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ সরবরাহের জন্য বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত। ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ সরবরাহের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে ইলিশ সরবরাহ করা হবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে, যা ভারতের ইলিশ আমদানিকারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দুর্গাপূজার সময় ইলিশের চাহিদা বেড়ে যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের মতো রাজ্যগুলোতে। ইলিশের চাহিদা পূরণে ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে এ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের ইলিশ রপ্তানি অনিশ্চিত। ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ সরবরাহের জন্য আবেদন করেছে।

বিশ্লেষকরা বলছেন, যদি বাংলাদেশ থেকে ইলিশ না আসে, তবে ভারতের মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হতে পারে। পূজার আগে ইলিশের সরবরাহের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

  • usharbani
  • ঊষারবাণী
  • ভারত
  •