শিরোনাম

নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং নির্বাচনমুখী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার একটি চমৎকার নির্বাচন হবে এবং ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে সচিবালয়ে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ভলকার তুর্ক বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়েছেন। আমি তাঁকে জানাই, আমরা এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি অপরাধ ট্রাইব্যুনাল ও মৃত্যুদণ্ডের বিধান বাতিলের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। আমরা বলেছি, ফ্যাসিস্টদের বিচারের আগেই এই পরিবর্তনের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আ.লীগের নেত্রী বিদেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন, যা গণহত্যার পর অনুশোচনা ও বিচারের জন্য বিবেচিত হওয়া উচিত। এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে।

এদিকে ভলকার তুর্ক বলেন, আমি আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি, যা একে অপরের সাথে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার পদক্ষেপ নিয়েছে, যাতে মানবাধিকার সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে, এবং বিষয়টি আমরা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি বলে আমাদের হেড অফিস জানিয়েছে।

  • usharbani
  • আসিফ নজরুল
  • ঊষারবাণী
  • নির্বাচন
  •