শিরোনাম

মহম্মদপুরে হাতির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

মহম্মদপুর সদরে শ্যামনগরে একটি বিশাল হাতির নিথর দেহ পড়ে আছে।এলাকার সূত্রে জানা যায়, হঠৎ হাতিটি একটি ভ্যানের উপর পা তুলে দিলে ভ্যান ভেঙে যায় এবং ভ্যানওয়ালা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাতির ছোয়ার পালিয়ে যায়, হাতিটা ঐ সময়ে স্টক করে মারা যায় বলে ধারনা করা হচ্ছে, অবশ্য হাতি টাকে দেখে একটু দৃর্বল বা অসুস্থ বলে মনে হয়েছে।আবার অনেকে মনে করছেন, ছোয়ার রশি জোরে টানলে গলার ফাস আটকে হাতিটি শ্বাসরোধ হয়ে মারা যায়।প্রবাদ আছে,হাতি বাঁচলেও লাক্ষটাকা, মরলেও লাখ টাকা। তাই যারা হাতি মরা দেখেন নাই,তারা শ্যামনগর রোডের উপর পড়ে আছে মরা হাটিটি দেখে আসতে পারেন। এ সুযোগ সীমিত সময়ের জন্য।