ভারপ্রাপ্ত অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ঝড়ো সেঞ্চুরিতে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে তারা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে এবং সিরিজ ১-১ করে ফেলেছে।
ম্যাচটি ছিল দুই অধিনায়কের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা। অ্যান্টিগায় ৩২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লিভিংস্টোন ঝড়ো ব্যাটিং উপহার দেন। তিনি ৮৫ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার ফলে ইংল্যান্ড জয় নিশ্চিত করে ১৫ বল বাকি থাকতেই।
ফিল সল্ট এবং জ্যাকব বেথেল হাফসেঞ্চুরি হাঁকিয়ে ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বেথেলের আউটের পর ইংল্যান্ড ১৬০ রানে চতুর্থ উইকেট হারায়। এরপর লিভিংস্টোন এবং স্যাম কারানের মধ্যে ম্যাচ জেতানো জুটি গড়ে ওঠে। শেষ দশ ওভারে ইংল্যান্ডের ১০০ রান প্রয়োজন ছিল। লিভিংস্টোন নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন ৬০ বলে, এবং ১৭ বল পর তিনি তিন অঙ্কে পৌঁছান। শেষ পর্যন্ত ৮৫ বলেই ৫টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১২৪ রান করেন। ম্যাচসেরার স্বীকৃতিও পান তিনি। স্যাম কারান ৫২ রানে আউট হন, কিন্তু দলের জয় নিশ্চিত করে আসেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪৮ রানে ৩ উইকেট নিয়েছেন ম্যাথু ফোর্ড। একটি করে উইকেট পেয়েছেন শামার জোসেফ ও রোস্টন চেজ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১২ রানে দুই ওপেনার ব্র্যান্ডন কিং (৭) ও এভিন লুইস (৪) হারায়। এরপর কেসি কার্টি ও অধিনায়ক শাই হোপ ম্যাচকে টেনে নিতে থাকেন, তৃতীয় উইকেটে তারা ১৪৩ রান যোগ করেন। কার্টি ৭১ রানে আউট হন। পরবর্তীতে হোপ রাদারফোর্ডের সঙ্গে ৭৯ রান যোগ করেন। রাদারফোর্ড ৫৪ রানে আউট হলে জুটি ভেঙে যায়। শাই হোপ ৪৭তম ওভারে আউট হন। শেষদিকে রোস্টন চেজ (২০) ও ম্যাথু ফোর্ড (২৩) রান বাড়াতে থাকেন।
ইংল্যান্ডের পক্ষে ৪২ রানে দুটি উইকেট নেন জন টার্নার এবং ৬২ রানে দুটি উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট পেয়েছেন জোফরা আর্চার ও লিয়াম লিভিংস্টোন।