শিরোনাম

সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ প্রদান করেন।

৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আইভীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং নিজের ও পরিবারের নামে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন আইভী এবং পরপর তিনবার তিনি এ পদে আসীন ছিলেন। তার বাবা আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি।

  • usharbani
  • ঊষারবাণী
  • সেলিনা হায়াৎ আইভী
  •