প্রথমবারের মতো ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থী এ গোষ্ঠী। হিজবুল্লাহর আক্রমণের আশঙ্কায় ইসরাইল সরকার ইতোমধ্যে উত্তর সীমান্ত থেকে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে।
সম্প্রতি ইরানের ভূখণ্ডে বিমান হামলার পর এবার ইসরাইলের উত্তরাঞ্চলের নাগরিকদের সরিয়ে নিতে সতর্কবার্তা দিয়েছে হিজবুল্লাহ। এতদিন লেবানন থেকে হামলার আগে সাধারণত সতর্কবার্তা দিত ইসরাইলি সামরিক বাহিনী, যদিও তা সবসময় নিয়ম মেনে করা হতো না। তবে এবার সরাসরি ইসরাইলের জনগণের জন্যই এই নির্দেশনা দিয়েছে হিজবুল্লাহ।
রোববার (২৭ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ প্রকাশিত এক মিনিটের একটি ভিডিওতে উত্তর ইসরাইলের ২৫টি বসতি অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকা লেবাননের সীমান্ত থেকে ৩ থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত এবং এতে প্রায় ২ লাখ ইসরাইলি নাগরিক বসবাস করে।
এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন উত্তেজনার আরেকটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। গত শুক্রবার হিজবুল্লাহ জানায়, তারা ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ৪৮টি অভিযান পরিচালনা করেছে। এছাড়া, গত সপ্তাহে ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট এবং ড্রোন হামলাও চালিয়েছে এ গোষ্ঠী।